Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুর বেড়ে ওঠায় বড় বাধা ভায়োলেন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview


শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে শৈশবের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। এতে বলা হয়েছে শিশুর সামনে সংঘটিত সন্ত্রাস, শারীরিক, আবেগ সংক্রান্ত কিংবা যৌন নিপীড়নের সঙ্গে শিশুর বেড়ে ওঠার বিষয়টি ওতপ্রোতভাবে যুক্ত। 

বায়োলজিক্যাল সাইকিয়াট্রি'তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, যেসব শিশু খাদ্যাভাব কিংবা অন্য কোনো বঞ্চনার ঘটনা প্রত্যক্ষ করে, তারা তাদের বেড়ে ওঠা অন্য সঙ্গীদের তুলনায় বাধাগ্রস্ত হয়।

গবেষণা কাজে ২৪৭ জন শিশু-কিশোরকে বেছে নেওয়া হয় যাদের বয়স আট থেকে ১৬ বছর। দেখা গেছে, আট বছর বয়সী শিশু যারা ভায়োলেন্সের মুখোমুখি হয়েছে তাদের সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে।

যদিও গবেষকরা জানেন না ঘটনার শিকার শিশু-কিশোরদের এই অবস্থা স্থায়ী কি-না। তবে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির স্বাভাবিক গতি ও বিষন্নতার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে চিকিৎসকরা প্রয়োজনমতো একটি উপায় বের করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়।

Bootstrap Image Preview