Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার'

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার থেকে আসা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। বাংলাদেশ যে তাদের মানবিক সহায়তা দিয়েছে তা পৃথিবীতে বিরল। এজন্য বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

রবিবার (৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিমানযোগে রবিবার দুপুর ১২ টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

পরে গাড়িযোগে তিনি বান্দরবানের তুমব্রু শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। ওখান থেকে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প নং ১৭ তে যান।

ক্যাম্পে মন্ত্রী কথা বলেন, রোহিঙ্গাদের সাথে এবং তাদের সাথে কিছু সময় কাটান। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, এডিসি জেনারেল মাহিদুল রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

তবে বাংলাদেশের মন্ত্রী কোন সাংবাদিকদের সাথে কথা বলেননি।

Bootstrap Image Preview