Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রেষ্ঠ করদাতা হলেন যেসব তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এদের মধ্যে বেশ কিছু তারকা রয়েছেন।

প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয়শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন আবুল হায়াত,অনন্ত জলিল ও মাহফুজ আহমেদ। এছাড়া গায়ক-গায়িকা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা,তাহসান ও এসডি রুবেল।

এছাড়াও ক্রিকেট তারকাদের মধ্যে সর্বোচ্চ কর পরিশোধ করেছেন মাশরাফি বিন মুর্তজা,তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

আগামী ১২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত তারকাদের আয়কর পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হবে। এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Bootstrap Image Preview