Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে স্থাপিত অবৈধ স্টোন ক্রাসার মেশিন উচ্ছেদ

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪৪ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথ কাজীবাড়ী সাহেবনগর নামকস্থানে (সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে) সুরমা নদীর তীর ঘেষে অবৈধভাবে স্থাপিত এক স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করেছে প্রশাসন।

রবিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ-জোহরার নেতৃত্বে পরিচালিত স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদফতর, পুলিশ, পিডিপি'র যৌথ অভিযানে অবৈধভাবে স্থাপিত এই স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকালে স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মেশিনের সংযোগ থাকা সকল যন্ত্রাংশ খুলে পৃথক করা হয়। জব্দ করা হয় সেখানে থাকা বৈদ্যুতিক মিটার। রবিবারের মধ্যেই স্টোন ক্রাশার মেশিনের সকল যন্ত্রপাতি এবং ৩ দিনের মধ্যে ওই সেখানে থাকা সকল মালামাল (বালু-পাথরসহ) সরানোর জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট পরিবেশ অধিদফতরের পরিচালক আলতাফ হোসেন, ছাতক পিডিপির উপ-সহকারী প্রকৌশলী আলা উদ্দিন, বিশ্বনাথ থানার এসআই দিদার, খাজাঞ্চী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবদুস শুকুর।

স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ-জোহরা বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে। এর আলোকেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Bootstrap Image Preview