সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন পালন করে শতাধিক এলাকাবাসী অংশ নেন।
ফরিদপুরের মধুখালী উপজেলার পারআশাপুর গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের শিশুপুত্র রনি ফকির (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে এই মানববন্ধন করেছে এলাকাবাসী।
রনি ফকিরের বাবা মো. মোস্তফা জব্বার জানান, গত বৃহস্পতিবার পূর্বশক্রতার জের ধরে একই গ্রামের আলীম শেখ ও তার সহযোগীরা রনিকে কুপিয়ে আহত করে।
বর্তমানে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর তাকে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।