রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান করে অস্ত্র ও গুলিসহ সালাম (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ৪ নভেম্বর বিকাল ৫.১৫টায় মতিঝিল থানাধীন ২৯২ সাকুলির রোড কজিরাপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সালামকে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।
এ সময় তার নিকট হতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, সে অপরাধমূলক কাজ করার জন্য অস্ত্র ও গুলিসহ উক্ত স্থানে অবস্থান করছিল।
এ সংক্রান্তে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।