রবিবার রাতে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ। যৌথ অভিযানে জব্দকৃত জালগুলো ওই রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা আরো জানান, ইলিশের প্রজননের জন্য অক্টোবর মাসে ২২ দিন সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাটকা অবরোধের এই সময়ে তাদের অভিযান অব্যাহত থাকবে।
শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি মো. মারাফাত ইসলামের সহযোগিতায় রবিবার রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়।
এ সময় বলেশ্বরের তাফালবাড়ী, বগী ও মাঝের চর এলাকা থেকে ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। ওই রাতেই গাবতলা এলাকার বলেশ্বর নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।