Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসন এখনো চূড়ান্ত হয় নাই: এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গণভবনে প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আসন চূড়ান্ত হয় নাই।

সোমবার রাত সোয়া ৯টার দিকে গণভবন থেকে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি জানান, তার দলের নেতারা গণভবনে সংলাপ করতে আসেননি। এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে, সেটি সফলভাবে হয়েছে।

এদিকে এরশাদের নেতৃত্বে সংলাপে বসে সম্মিলিত জাতীয় জোট। এ সময় তিনি বলেন, কোনো সংলাপ হয় নাই। আসন বিষয়ে কোনো চূড়ান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে কী আসনের কথা বলা যায় নাকি?

এ সময় জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়াও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।’

Bootstrap Image Preview