Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ২ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview


সিলেট বিমানবন্দর সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনার আকই পরিবারের ২ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (৫ নভেম্বর) সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবারসহ কিছুদিন পর স্বপ্নের দেশ আমেরিকা যাওয়া কথা ছিল সিলেটের কায়ছান ইসলাম চৌধুরীর। আমেরিকার ভিসা পেয়ে উচ্ছ্বসিত ছিল গোটা পরিবার। আমেরিকার ভিসাপ্রাপ্তির আনন্দ উদযাপনে স্ত্রী ও সন্তানদের নিয়ে খানিক ভ্রমণে বেরিয়েছিলেন কায়ছান চৌধূরী ।

এ সময় সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা-বাগান এলাকায়  মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্ত্রী রাফিয়া সুলতানাসহ নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮) ও শেহজাদ আহমদ চৌধুরী (৫)। তারা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র জানায়, সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুড়া চা বাগান এলাকায় আম্বরখানাগামী পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে  ঘটনাস্থলেই অটোরিকশারোহী কায়ছান চৌধুরী ও তার পরিবারের ৩ জন গুরুতর আহত হন। পরে আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে এলে মারা যান কায়ছান ইসলাম চৌধুরী (৪০) ও তার স্ত্রী রাফিয়া সুলতানা (৩৫)।

কায়ছান চৌধুরী সিলেট নগরীর কাষ্টঘর এলাকার ভাদেশ্বর হাউজের বাসিন্দা । তিনি দক্ষিণ ভাদেশ্বর রাজাপুর গ্রামের বসিন্দা। জানা গেছে, দুর্ঘটনার পর আহত সিএনজি চালককে হাসপাতালে আনা হলেও সে বর্তমানে নিখোঁজ।

সিলেট বিমানবন্দর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলের অদূর থেকে তেলবাহী লরিসহ চালক আলাউদ্দিনকে আটক করা হয়। সে বর্তমানে থানা হেফাজতে।

Bootstrap Image Preview