Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১১:২৮ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১১:২৮ AM

bdmorning Image Preview


কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এই হামলায়র ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আজিজুল হকের ঘরে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। এসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে গুলি করে দুর্বৃত্তরা। এতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হন।

এসময় স্থানীয়রা এগিয়ে গেলে ফাঁকা গুলি করে তাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের স্বাস্থ্য বিভাগে পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের প্রতেক্যের শরীরে দুই থেকে তিনটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ।

Bootstrap Image Preview