বাংলাদেশে জাপানি সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রকৌশলী হিসেবে বিশেষ ভূমিকা রাখায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ উপাধিতে ভূষিত করেছে জাপান সরকার। এটি জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
জাতীয় এই অধ্যাপককে এসব বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাপান সরকার ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ উপাধিতে ভূষিত করে। রবিবার জাপান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
দূতাবাস সূত্রটি জানায়, ড. জামিলুর রেজা চৌধুরী জাপানি সহায়তায় যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প ও ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট উন্নয়ন প্রকল্পে প্রকৌশলী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া জাপানি-বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে তার বিশেষ অবদান রয়েছে।