Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৪০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সৈন্যদের সাথে ব্যাপক বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ একথা জানায়।

আজ মঙ্গলবার এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণের শোপিয়ান জেলার সাফানাগ্রি-জাইনপোরা গ্রামে ভোরে এ বন্দুকযুদ্ধ হয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে সরকারি সৈন্যরা আজ ভোরে গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় জঙ্গিরা সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালায়। ফলে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, এতে দুই জঙ্গি নিহত হয়। বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা ও পুলিশ বাহিনীর কোন সদস্য হতাহত হয়নি।

Bootstrap Image Preview