রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কার্যালয়।
অাজ মঙ্গলবার সকাল ১১টায় ভৈরব উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবি মৌসুম ২০১৮-১৯ গ্রীষ্মকালীন চাষাবাদে কৃষকের অাগ্রাহী করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের প্রণোদনার অাওতায়
উপজেলার সাত ইউনিয়নসহ ও একটি পৌরসভার মোট ৬৫০ জন কৃষকদের জনপ্রতি মুগ ডাল বীজ ৩০ কেজি, সরিষা বীজ ১ কেজি, ভুটা বীজ ২ কেজি, ধান বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ২০ কেজি করে দেয়া হয়েছে।
সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় সুবিধাভোগী কৃষকরা।
বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অাছমা অাক্তার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. অাব্দুল্লাহ অাল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহারিয়ার মেনজিস, উপজেলা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো.ইস্কান্দার অালী প্রমুখ।