Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় চৌধুরীর সঙ্গে মাহির ‘পরকীয়া’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাহির বিয়ে হয়েছে, তবুও জয় চৌধুরীর প্রেমে অন্ধ হয়ে শুরু মাহি করেছে পরকীয়া! না এটা বাস্তব কোন ঘটনা নয়। মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ  অশ্রু’ সিনেমায় এমনটি ঘটেছে। এখানে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

জয়  বলেন, ‘কিছুদিন আগে সাভারের একটি কলেজে আমরা ছবির শুটিং করেছি। সেখানে আমরা সঙ্গে অভিনয় করেন মাহিয়া মাহি। এর গল্পে দেখা যাবে, মাহির বিয়ে হয়েছে,  তবু সে আমার প্রেমে অন্ধ হয়ে যায়।  আমার সঙ্গে শুরু হয় তাঁর পরকীয়া।’

সম্প্রতি  বিয়ের দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন সাইমন ও মাহি। এতে  আরো অভিনয় করছেন জয় চৌধুরী। ‘আনন্দ  অশ্রু’ নিয়ে বেশ আশাবাদী এই নায়ক।

জয় আরো বলেন, ‘মাহির সঙ্গে আমার প্রেমের শেষ কোথায়  কিংবা  কেন প্রেম করছি, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। অনেক যত্ন নিয়ে ছবিটি  নির্মাণ করছেন মানিক স্যার। আশা করছি, খুব দ্রুত এর শুটিং শেষ হবে।’

এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান, নাম এক হলেও ছবির গল্প একেবারে আলাদা। এটা রিমিক ছবি নয়।

‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’ মানিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র। গত ঈদে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘জান্নাত’।

Bootstrap Image Preview