Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এভাবে টেস্ট ক্রিকেট খেলার কোন মানে নেইঃ মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জার হার হেরেছে টাইগাররা।সাদা পোশাকে টাইগাররা যে বেমানান পারফম্যান্স করে সেটা আবারো প্রমাণ করলো।শুধুই কি তাই চলতি বছরে ধরে রেখেছে নিজেদের ধারাবাহিক রানের গতি।৮টি ইনিংসে দলীয় স্কোর ২শ রানের ধারে কাছে যেতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

দলের এমন পারফম্যান্সে সবাই হতাশ।সে সাথে সাকিববিহীন টেস্টে নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহ রিয়াদ বিরক্ত দলের এমন পরাজয়ে। তবে লজ্জার এই হারে তিনি কোন কারণ দেখাতে চাননি বরং আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন,'আমরা টেস্ট ক্রিকেট নিয়ে সচেতন। আমরা হয়তো পাঁচ ছয়টা (আট ইনিংস) ইনিংসে রান করতে পারি নি। বোলাররা যথেষ্ট ভাল বোলিং করেছে। প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলছে। ব্যাটসম্যানরা ভাল করছে না। ওয়ানডে ফরম্যাটে ভাল ছন্দে আছে। কিন্তু ওই ডিসিপ্লিনটা হয়তো আমরা টেস্ট ক্রিকেটে নিতে পারছি না। অবশ্যই এটা চিন্তার বিষয়।

শুধুই কি তাই।নিজেদের যে টেস্ট টেস্ট ক্রিকেট খেলতে হলে যে আত্মবিশ্বাস দরকার সেটা যে টাইগারদের নেই তাও মানছেন,'আমাদের এটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ এভাবে ব্যাট করতে থাকলে মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোন অবস্থানে থাকব। এটা আমাদের ভাবমূর্তির বিষয় । আমাদের অবশ্যই শক্তভাবে ঘুরে দাঁড়াতে করতে হবে। অন্যথায় এভাবে টেস্ট ক্রিকেট খেলার কোন মানে নেই,'।

Bootstrap Image Preview