Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৭:১৮ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৭:১৮ PM

bdmorning Image Preview


আব্দুল ওহাব বাবলু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল রাখা ও জালিয়াতি লাইসেন্সের দায়ে ২টি দোকানসহ ৫টি দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার উপজেলার পৌর সদরে দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়াল এ জরিমানা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাহিলা ফার্মেসীকে ৩ হাজার, ফারিন ড্রাগ হাউজ ১ হাজার, মোল্লা ফার্মেসী ২ হাজার, মোড়ল ফার্মেসী ২ হাজার এবং রহিমা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে রহিমা ফার্মেসীর মালিক গোলাম মোস্তফাকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও জাল-জালিয়াতির লাইসেন্স থাকায় ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল দেন ভ্রাম্যমান আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার এস.আই বাবুল হোসেন, সার্ভেয়ার সাকিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 


 

Bootstrap Image Preview