Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘন কুয়াশার কারণে ব্যাহত বিভিন্ন রুটে ফেরি চলাচল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ AM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview


ঘন কুয়াশার কারণে দেশের নদী পথে বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘাট পার হতে আসা শত শত মানুষ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে রাত ৩টার দিকে ফেরি চালু হলেও সকাল ৬টার দিকে ফের তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক গাড়ি আটকে আছে। তবে এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চালু আছে। ফেরি চলাচল শুরু হলে যানজট কমে যাবে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঘন কুয়াার কবলে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকে আছে ৪টি ফেরি।

কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

এছাড়া শরীয়তপুর-চাঁদপুর হরিনাঘাট নৌরুটে মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শরীয়তপুর ফেরিঘাটের ম্যানেজার সাত্তার।

অপরদিকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল কিরম রাজু বলেন, নির্ধারিত সময় রাত ১২টায় ৯টি ট্রাকসহ ১৫টি যানবাহন নিয়ে ফেরি ‘কনকচাঁপা’ ভোলায় যেতে প্রস্তুতি নেয়। কিন্তু ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Bootstrap Image Preview