Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের দীর্ঘদিন পর মধুচন্দ্রিমায় নাবিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। দীর্ঘদিন প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে প্রেমিক জোবাইদুল হক রিমের সাথে ঘর বাঁধেন তিনি। চলতি বছরের এপ্রিলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের পর স্বাভাবিকভাবে মধুচন্দ্রিমায় গমন একটি অলিখিত রীতিই বটে। আর সেই রীতিকে লক্ষ্য রেখেই বিয়ের প্রায় ৭ মাস পর মধুচন্দ্রিমায় গিয়েছেন নাবিলা ও রিম। তাদের এই হানিমুনের খবর কোন গণমাধ্যমে না জানালেও নাবিলার ইনস্টাগ্রাম ফলো করলেই বোঝা যাচ্ছে, বেশ জোরদার হানিমুন মুডে আছেন এই দম্পতি।

জোবাইদুল হক রিম ও নাবিলা তাদের মধুচন্দ্রিমা সম্পন্ন করতে বেরিয়েছেন ইউরোপ ভ্রমণে। ইতালির ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এই দম্পতি এবং সেটা ক্যামেরাবন্দী করতেই নাবিলা আনন্দময় মুহূর্তের কিছু ছবি পোস্ট করছেন তার ইনস্টাগ্রামে।

ঢাকা থেকে ইতালি যাবার ঠিক পূর্ব মুহূর্তে নাবিলা নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, 'দ্য ইউরো টুর বেগিন্স উইথ এ রোমান হলি ডে।' এই দম্পতি ইতালির কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন তার মধ্যে আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, স্প্যানিশ সিঁড়ি, ভ্যাটিকান সিটি। তারা এখনও ঘুরছেন।

Bootstrap Image Preview