Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা বিএমএসএফ’র সভা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল মঙ্গলবার বিকালে ঝালকাঠি জেলা কার্যালয়ে সাবেক জেলা সভাপতি মোঃ আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক ও জেলার সাবেক সদস্য গোলাম মাওলা শান্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার সাবেক কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান (প্রধান শিক্ষক), সদস্য মোঃ ইব্রাহিম খান শাকিল, এইচএম দেলোয়ার হোসেন, মোঃ আতিকুর রহমান, রাজাপুর উপজেলার সভাপতি মোঃ আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক  প্রমুখ।

বরিশাল বিভাগীয় সম্মেলন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও ঝালকাঠি জেলা বিএমএসএফ এর “সুপার সেভেন” কমিটি গঠনের জন্য ০৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। উক্ত দিন জেলার সকল সদস্যদের জেলা কার্যালয়ে উপস্থিত থাকার জন্য সভায় অনুরোধ করা হয়।

Bootstrap Image Preview