Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দলকে বাঁচাতে টেস্ট দলে ফিরছেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:১০ PM

bdmorning Image Preview


আঙুলের ইনজুরি সারিয়ে আবারো মাঠে ফিরছেন টাইগার দলের ড্যাশিং অপেনার তামিম ইকবাল।চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার কথা জানিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।শুধু তাই নয়,জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ফেরাটা তামিমের জন্য খুবই কঠিন হবে। কিন্তু নাছোড়বান্দা তামিম অপয়া ইনজুরি থেকে সেরে উঠতে ব্যাট হাতে ঘাম ঝরানো অনুশীলন করছেন।যে ভাবেই হোক জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে লড়াই করতে নামতে চান তামিম অনন্ত তাঁর এই ব্যাটিং অনুশীলন দেখে সেটাই মনে হচ্ছে।

একাদশে তামিম না থাকায় টাইগার দল অনেক ভুগছে সেটা বুঝা যাচ্ছে। ওপেনিংয়ে এসেছে অনেক পরিবর্তন। যদিও ইমরুল ও লিটনের ব্যাটিংয়ে ছন্দ ফিরেছে তার পরেও তামিম ছাড়া এই জায়গা যেন বেমানান দেখাচ্ছে।

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং করার সময় হাতের আঙুলে ব্যথা পান তামিম। তার পর থেকে পূর্নবাসনে ছিলেন তিনি।হাতের আঙুলের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। নিয়মিত মাঠে ফিটনেস, ব্যাটিংঅনুশীলন করছেন।সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে আগামী ১১ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তাকে টাইগার একাদশে দেখা যেতে পারে।সেই অপেক্ষায় তামিমভক্তরা।

Bootstrap Image Preview