কিশোরগঞ্জের ভৈরবে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অাসামী মোহাম্মদ রাজ্জাক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের কালিপুর এলাকার গোলাপ মিয়ার ছেলে।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে এসঅাই হুমায়ুন নেতৃত্বে পুলিশের একটি টিম কালীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত অাসামীকে গ্রেফতার করা হয়।
ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল অালম খান জানান, সাজাপ্রাপ্ত অাসামীকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।