Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ফোরামের সচেতনতামূলক সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:১১ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ফোরামের আওতায় বিভিন্ন অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল এগারোটায় কলাপাড়া পৌর শহরের বাসস্টান্ড প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহমেদ, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসি আলী আহম্মেদ। 

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কলাপাড়ায় বর্তমান সরকারের উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছে। যার সুফল এই এলাকার মানুষ হিসাবে আপনারাই ভোগ করবেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই কথা মাথায় রেখে মাদক নির্মূলসহ সকল ধরনের অপরাধ দমনে আপনারা জনসাধারন আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলেই সমাজ এবং দেশের উন্নয়ন আরো গতিশীল হবে। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview