Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নর্দান মেডিকেল কলেজের ক্লাসে ক্লাসে ছাত্রলীগের প্রচারণা কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


মো:জুনায়েদ, নর্দান মেডিকেল প্রতিনিধিঃ

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ৫ম দিনের মত নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগ তাদের নিজ ক্যাম্পাসে ক্লাসে ক্লাসে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারপত্র বিলি করেন।

দিনের শুরুতে আজ তারা নিজ ক্যাম্পাসে ১ম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত করে বর্তমান সরকারের বিগত উন্নয়ন কর্মকান্ডগুলো তাদের মাঝে তুলে ধরেন।

এসময় ছাত্রছাত্রীদের মাঝে সৌজন্য বক্তব্য রাখেন, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা বর্তমান সরকারের উন্নয়ন নিজ চোখেই দেখতেছো।৮বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ একটু তুলনা করলেই বুঝতে পারবা দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।তাই তোমাদের প্রতি আমার উপদেশ তোমরা নিজেরাই তোমাদের পরিবারে ও আত্মীয় স্বজনদের এই ব্যাপারে বুঝাবা।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান সোহাগ,নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম অন্তু, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, উপদপ্তর সম্পাদক রাইসুল রিফাত, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির মানিক, উপধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সাব্বির প্রমুখ।

Bootstrap Image Preview