Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিটনেসবিহীন মোটরসাইকেল অভিযান, ১১ চালকের বিরুদ্ধে মামলা

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় ফিটনেসবিহীন মোটরসাইকেলের উপর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১ লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

যানা যায়, পত্নীতলা সদর নজিপুর, সরদার পাড়া মোড়, ব্রীজ মোড়সহ উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চক্রবর্তী।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চক্রবর্তী জানান, এ অভিযানে মোট ৮৮ টি মোটরসাইকেলের ফিটনেস, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স চেক করা হয় এবং ১১ টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব যানবাহন মালিক ও চালকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। 

Bootstrap Image Preview