দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের লোকজনের যাতায়াতের সুবিধার্থে ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যে সরাসরি ট্রেন চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১০ নভেম্বর (শনিবার) পঞ্চগড় থেকে ছেড়ে আসার মাধ্যমে এটির চলাচল শুরু হবে।
বর্তমানে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করে। দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। দ্রুতযান এবং একতা ট্রেনের সার্ভিস বর্ধিত হয়ে পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল করবে। উক্ত রুটে দুটি ট্রেন ৩টি রেক দ্বারা পরিচালিত হবে।
ট্রেনদ্বয় পঞ্চগড়-দিনাজপুর এর মধ্যে নতুন সময়সূচি অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকা এর মধ্যে পুরাতন সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের সাটল ট্রেন বন্ধ হয়ে যাবে।এতে কোন সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না।