Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জোড়া লাগানো ২ ভুটানি শিশুকন্যার অস্ত্রোপচার সফল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অস্ট্রেলিয়ার মেলবোর্নের রয়েল চিলড্রেন শিশু হাসপাতালে জোড়া লাগানো দুই ভুটানি শিশুকন্যার সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

শুক্রবার তাদের অস্ত্রোপচারের মধ্যে দিয়ে আলাদা করা হয়েছে।

অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন ডা. জো ক্রেমারি। তিনি বলেন, এ অস্ত্রোপচারের সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এতে কোনো উত্তেজনা ছিল না। খুবই শান্তভাবে কাজটি হয়েছে।

তিনি বলেন, এসময় হালকা আলোচনা ও ঠাট্টা হয়েছে। অস্ত্রোপচার ভালোভাবে শেষ হওয়ায় শিশু দুটির মাও বেশ স্বস্তি বোধ করছেন।

দেড় বছর বয়সী দুই শিশু নিমা ও দাওয়া পেল্টেন শরীরের নিম্নাংশে পুরোপুরি জোড়া লাগানো অবস্থায় জন্ম নিয়েছে।

অস্ত্রোপচারের জন্য গত অক্টোবরে লিমা ও দাওয়াকে মেলবোর্নে নিয়ে আসা হয়। সঙ্গে তাদের মাও এসেছেন। কিন্তু তাদের শরীরে পুষ্টির অভাব দেখা দেয়ায় তখন অস্ত্রোপচার স্থগিত রাখা হয়েছিল।

দুটি দলের ১৮ বিশেষজ্ঞ অস্ত্রোপচারে কাজ করেছেন। প্রতি দুই লাখে একটি জোড়া লাগানো শিশুর জন্ম হতে পারে। কিন্তু তাদের ৪০-৬০ শতাংশ মৃত অবস্থায় জন্ম নেয়।

বছরে অল্প কয়েকটি শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হয়। লিমা ও দাওয়ার মুখ পরস্পরের দিকে ফেরানো, তারা বসতে পারত না।

এর আগে জোড়া লাগানো দুই ভুটানি শিশুকন্যাকে আলাদা করতে জটিল অস্ত্রোপচার শুরু করেছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা।অন্তত ছয় ঘণ্টা এ অস্ত্রোপচার চলে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview