Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে জয়নাল আবেদীন কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদীন কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হওয়ায় হাওরাঞ্চল অধ্যুষিত তাহিরপুরের শিক্ষার্থীদের এখন থেকে উচ্চ শিক্ষায় বাঁধা দূরীভূত  হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণি ভূষণ তালুকদার জয়নাল আবেদীন কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি কলেজে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত ৪১৬০৫ নং স্মারকের এ সংক্রান্ত চিঠি কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে।

প্রসঙ্গত, উপজেলার দানবীর বাদাঘাট (উওর) ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যোন আলহাজ্ব জয়নাল আবেদীন হাওরাঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে ১৯৯২ সালে প্রায় ৯ একর সাড়ে ৭ শতক ভূমির ওপর নিজ নামে অত্র উপজেলায় প্রথম কলেজ হিসাবে জয়নাল আবেদীন কলেজটি প্রতিষ্ঠা করেন। 


 

Bootstrap Image Preview