Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বর্জ্য ব্যবস্থাপনা ও কয়লা খনিতে প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করবে পোল্যান্ড'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


বর্জ্য ব্যবস্থাপনা ও কয়লা খনিতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে পোল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত আদাম বুরাকৌস্কি।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে রিপাবলিক অব পোল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত আদাম বুরাকৌস্কি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন।

রাষ্ট্রদূত আদাম বুরাকৌস্কি বুধবার রাতে রাষ্ট্রপতি ম. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র প্রদান করেন।

বৈঠকে উভয় দেশের মধ্যে পারস্পারিক সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেন, পোল্যান্ড বাংলাদেশের ভালো বন্ধু। আমাদের উভয় দেশের মধ্যে পারস্পারিক সম্পর্কগুলো আরো এগিয়ে নিতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত আদাম বুরাকৌস্কিকে বাংলাদেশে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে স্থানীয় উন্নয়ন, পরিবেশগত উন্নয়ত, আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসী বিনিময় উন্যতম।

রাষ্ট্রদূত বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও কয়লা খনিতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশকে সহযোগিতা করবে পোল্যান্ড।

Bootstrap Image Preview