Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে তিল নাগ ঈগল উদ্ধার

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অসুস্থ অবস্থায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে পাখিটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে হঠাৎ করে প্রাণীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি তার বাড়িতে উদ্ধার নিয়ে গিয়ে পাখিটিকে খাবার ও পানি দেয়। কিন্তু পাখিটি তখন কিছুই খাচ্ছিলো না। পরে শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেই।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকালে খবর পাওয়ার সাথে সাথে আমরা তিলা নাগ ঈগলটি উদ্ধার করে আনি। ঈগলটির শারীরিক অবস্থা ভালো নয়। তার দেহের তুলনায় ওজনও অনেক কম। আমরা পাখিটির চিকিৎসা শেষে সুস্থ্ হলে অবমুক্ত করবো।

এরা গভীর জঙ্গলে থাকতে পছন্দ করলেও পাহাড়, নদীর পাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও খাবারের সন্ধানে ঘোরাফেরা করে। শীতকালে এরা তুলনামূলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট উপরে বাসা তৈরি করে থাকে। 

Bootstrap Image Preview