Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদকাসক্ত ছেলেকে থানায় দিলেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনট উপজেলা অমৃত কুমার সাহা (৩৩) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে হাতে সোপর্দ করেছে তার বাবা জিতেন্দ্র নাথ সাহা।

আজ শুক্রবার পুলিশ তাকে একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধমে বগুড়া কারাগারে পাঠিয়েছে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরের হাসপাতাল পাড়ার জিতেন্দ্র নাথ সাহার ছেলে অমৃত কুমার সাহা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অমৃত কুমার সাহা মাদক দ্রব্য সেবন করে আরো মাদক ক্রয়ের জন্য তার বাবার নিকট টাকার দাবি করে। কিন্তু তার বাবা তাকে টাকা দিতে অস্বীকার করে। ফলে অমৃত ক্ষুব্ধ হয়ে তার বাবাসহ পরিবারের অন্যান্য লোকজনকে মারধর করতে থাকে। 

এদিকে ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে জিতেন্দ্র নাথ সাহা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে খবর দেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন অভিযান চালিয়ে অমৃত কুমার সাহাকে বাড়ি থেকে আটক করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অমৃত কুমার সাহা মাদক সেবেন করে আরো টাকার দাবি করে তার বাবাকে মারধর করতে ছিল। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অমৃত কুমার সাহাকে আটক করে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

Bootstrap Image Preview