Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে পাশে থাকে চীন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে আগের মতই পাশে থাকবে চীন।

আজ চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউ'র সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

চীনের বেইজিংয়ে ৮ ও ৯ নভেম্বর ১১তম ফরেন অফিস কন্সালটেন্সি (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং সিনইউ। এ সময় বাংলাদেশের চাইনা রাষ্ট্রদূত ফজলুল করিম উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় দেশের কৃষি, রেলওয়ে, বাণিজ্য, শিল্প, অর্থনীতি ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং সিনইউ বলেন, বাংলাদেশ চীনের নিকট একটি গুরুত্বপূর্ণ দেশ।

এ সময় পররাষ্ট্র সচিব বলেন, সার্ক, বিমসটেক, বিবিআইএম, বিসিআএমসহ বিভিন্ন সংস্থায় দুটি দেশ এক সাথে কাজ করছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চীনের অবদানের কথা তুলে ধরেন।  

সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের 'ভিশন ২০২১' ও 'ভিশন-২০৪১' বাস্তবায়নে চীনের সার্বিক সহযোগিতা অব্যাহতের আশাবাদ ব্যক্ত করেন।

Bootstrap Image Preview