Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝগড়া করলেই স্ত্রীদের একমাস আলাদা ঘরে রাখেন তিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রায় ১১ বছরের বিবাহিত জীবন ছিল ইভান সুখোভ ও নাতালিয়ার। সন্তানদের নিয়ে সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু এক সময় বেঁকে বসেন ইভান। অদ্ভুত এক ইচ্ছার কথা তিনি প্রকাশ করেন নাতালিয়ার কাছে।

ইভানের ইচ্ছা, তার এক বিশাল পরিবার হোক। একের বেশি স্ত্রী ও কম করে ৫০ জন সন্তান। স্বাভাবিকভাবেই এমন ইচ্ছায় সায় দিতে পারেননি নাতালিয়া। কিন্তু, শেষে স্বামীর কথা মেনে নেন তিনি।

৩৪ বছরের ইভান সুখোভের বর্তমানে তিন স্ত্রী ও ৯ জন সন্তান। সবাই একসঙ্গেই থাকেন। আইনত বহুবিবাহ বৈধ নয় বলে, তার দুই স্ত্রী আনা ও মদিনা ‘মিউচুয়াল এগ্রিমেন্ট’ নিয়ে থাকেন ইভানের সঙ্গে।

মদিনা মুসলিম পরিবারের হলেও, টেলিভিশনে ইভানকে দেখে প্রেমে পড়ে যান বলে জানান। অন্যদিকে ইভান অর্থোডক্স খ্রিস্টান।

বর্তমানে তিন স্ত্রী ও নয় সন্তান নিয়ে তিনটি শোবার ঘরের এক ফ্ল্যাটে থাকেন ইভান। ইভান ও তার তিন স্ত্রীই কর্মরত। কিন্তু পরিবার বাড়ছে বলে এখন তিনি শহরের বাইরে বড় একটি বাড়ির সন্ধান করছেন।

জানা গেছে, কোনো স্ত্রীর সঙ্গে ঝগড়া-ঝামেলা হলেই তাকে শাস্তি দেন ইভান। পাক্কা এক মাস সেই স্ত্রীর সঙ্গে রাত্রিযাপন করেন না তিনি।

Bootstrap Image Preview