Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের পর ২০ দলীয় জোটের একটি বৈঠকও হতে পারে। এ বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত হবে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না।

নির্বাচনে যাওয়া না যাওয়া থেকে সব রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে আজকের বৈঠকে।

এর আগে, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গত বৃহস্পতিবার (৮ নভেম্বর ২০১৮) রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির শীর্ষ নেতারা। মূলত নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক হলেও এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কেউ।

সূত্রমতে, গত বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ নেতারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে আজ–কালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আজ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনাতেও নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪–দলীয় জোটের সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

Bootstrap Image Preview