Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় কলেজছাত্রীকে গলা কেটে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়া উপজেলায় শারমিনা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

শনিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া নতুন চরপাড়ায় ওই কলেজছাত্রীর নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শারমিনা ওই এলাকার আবু তাহেরের মেয়ে এবং উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহত কলেজছাত্রীর মা জাহানারা বেগম জানান, দুপুর দেড়টার দিকে শারমিনা কলেজ থেকে বাড়ি ফেরেন। ওই সময় বাড়িতে কেউ ছিল না। পরে বিকেল চারটার দিকে তিনি বাড়ি আসলে মেয়ের গলা কাটা মরদেহ দেখতে পান।

তিনি অভিযোগ করেন, বাড়িতে কেউ না থাকায় শারমিনার কথিত প্রেমিক বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, তারা তিন বোন এক ভাই। ভাইটি বিদেশে থাকেন দুই বোনের বিয়ে হয়েছে আগেই। ওই ঘরে ওই মেয়ে আর মা থাকেন। 

ঘটনাটি অবশ্যই পরিকল্পিত এ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি খায়ের।

Bootstrap Image Preview