Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেসক্লাব সম্পাদকের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৬ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


সিলেট প্রতিনিধি:

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ কলেজের দাফতরিক কাজে ঢাকায় গেলে পল্টন থানা পুলিশ কতৃক গত ৪ নভেম্বর রবিবার রাতে দি ক্যাপিটাল হোটেল থেকে আটকের পর তিনি এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন। তাই অবিলম্বে সাংবাদিক নেতৃবৃন্ধ তার মুক্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক বিজন সেন রায়, কুলেন্দু শেখর দাশ, আবেদ মাহমুদ চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, ফরিদ মিয়া, জসিম উদ্দিন, এর আর জুয়েল প্রমুখ।

Bootstrap Image Preview