Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের মিজোরাম রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১১টায় ওই ভূমিকম্প আঘাত করেছে।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার। তারা বলছে, মিজোরাম ছাড়াও আসাম ও মণিরামপুরেও কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, এর কেন্দ্রস্থল ছিল রাজ্যের চাম্পাই জেলায়। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এই জেলাটি মিজোরামের রাজধানী আইজল থেকে ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্প মিজোরামের রাজধানী আইজলেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সেখানকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

রাজ্যের পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview