Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তরুণদের সঠিক দিক নির্দেশনা দিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কন ২০১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৪৭ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বর্তমান তরুণ প্রজন্মের কাছে ক্যারিয়ার সচেতনতা এবং লক্ষ্য নির্ধারনের সহায়তা করতে বাংলাদেশ অনুষ্ঠিত হলো "ক্যারিয়ার কন ২০১৮"। ইনোভেশন ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল ১০ টাই  উদ্বোধনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলিন ক্যাপিটালের কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম তাদের নিজেদের উন্নতির সাথে দেশ এবং সমাজের উন্নতিতে অগ্রনী ভূমিকা রাখতে পারে। তরুণরা তাদের চিন্তাশক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন  করতে সমর্থ  হবেন। তরুণরা ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন৷

ইনোভেশন ফোরামের ফাউন্ডার আরিফুল হাসান অপু বলেন, তরুণদের ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্ব অনেক বেশি আর তার জন্য সঠিক গাইডলাইন দিতে আজকের এই আয়োজন ক্যারিয়ার কন ২০১৮। এতে তরুণরা সঠিক দিক নির্দেশনা পাবেন এবং নিজেদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে জ্ঞান সমৃদ্ধ হবে।

রাজধানী ঢাকার কেএইবিতে ২ দিনব্যাপী এই কনফারেন্সে ১০ টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়গুলোর মধ্যে ছিলো করপোরেট রিক্রুটমেন্ট প্রসেস, বিল্ড ইয়োর ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টর, ক্যারিয়ার ইন এআর/ভিআর/গেমিং, সিভি রাইটিং এন্ড ইন্টারভিউ ফেসিং, ফাইভ কোয়ালিটিস অফ বিকামিং ইন্টারপিনিউরশিপস, মিট দ্য আইকন, ক্যারিয়ার অপার্চুনিটি ইন আর্মড ফোর্সেস, মোক ইন্টারভিউ, লোকাল এন্ড ইন্টারন্যাশনাল জব মার্কেট।      

Bootstrap Image Preview