Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির নির্বাচন নিয়ে চুপ রইলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১২:৪৮ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১২:৪৮ AM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় নির্বাচন করবেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ধরনের গুজন অনেক আগে থেকেই শুনা যাচ্ছিলো। অবশেষে সেই গুজন যেন সত্যি হলো।
খেলার মাঠ নয়, এবার রাজনীতির মাঠেও দেখা ম্যাশকে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নিয়েছেন মাশরাফি।
মাশরাফির নির্বাচন নিয়ে অনেকেই যেমন অবাক হয়েছেন। আবার মেনেও নিয়েছেন। কিন্তু এই বিষয়ে এখনো কেউ কোন মন্তব্য করেননি।
ম্যাশের নির্বাচন নিয়ে জানতে চাওয়া হয় টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের কাছে। কিন্তু এই বিষয়ে কোন কিছু বলতে চাইলেন না বাঁ-হাতি এই ড্যাশিং ওপেনার, যেহেতু এটা ক্রিকেটের বাহিরের লাইনের জিনিস সেহেতু 
এটা নিয়ে আমার না কমেন্ট করায় বেটার হবে'।
মাশরাফির রাজনীতিতে আসা যে খেলার মাঠ বাঁ ড্রেসিং রুমেও কোন প্রভাব ফেলবে না সেটাও জানিয়ে দিলেন তিনি,মাশরাফি বিন মর্তুজা আমার বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমি ঐ হিসাবেই তাকে দেখতে চায়।
এখন দেখার বিষয় খেলার মাঠে ছেড়ে রাজনীতির মাঠে কতটা নিজেকে মেলে ধরতে পারেন সেটা দেখার বিষয়। তবে মজার ব্যাপার হলো সতীর্থ তামিম শুভোকামনা জানানোর জন্য কোন কিছু বললেন না হাসতে হাসতে তামিম বলেন, আমার 
এই বিষয়েও কোন কমেন্ট না করায় ভালো।

Bootstrap Image Preview