Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নৌকার মাঝি হতে বান্দরবানে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


বান্দরবানে ৩০০নং সংসদীয় আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন।

তাদের মধ্যে গত শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। শনিবার দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রসন্ন কান্তি তংচংগ্যা’র পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন কাজী মোঃ মজিবর রহমান তার সাথে ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশীষ তংচংগ্যা, একই সময় কাজী মজিবর রহমানের মনোনয়ন ফরম ক্রয় করেন পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল এবং থোয়াই নু মং মার্মা নিজেই মনোনয়ন ফরম ক্রয় করেন।

রবিবার বিকালে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, থানছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াই ম্র্যা (রনি)।

এদিকে দলীয় নেতাদের মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়ে জানতে চাওয়া হলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, দলীয় মনোনীত প্রার্থী বীর বাহাদুর। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কৌশলগত কিছু কারণে দলের অন্যান্য নেতারাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে দল অবগত আছে। 
  

Bootstrap Image Preview