Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'মাওলানা ভাসানীর রাজনীতি ও তাঁর ব্যক্তি-জীবন' শীর্ষক সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মাওলানা ভাসানী’র ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ”মাওলানা ভাসানীর রাজনীতি ও তাঁর ব্যক্তি-জীবন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আশফাক হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ এর কোর্স টিচার সৈয়দ ইরফানুল বারী এবং সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্স সেন্টারের পরিচালক ড. মীর মোঃ মোজাম্মেল হক।

আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, বিজনেস স্টাডিস অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোঃ আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলম।

Bootstrap Image Preview