শুক্র গ্রহে মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)।২০২৩ সালে শুক্র গ্রহে মহাকাশযান পাঠাবে বলে জানিয়েছেন সংস্থাটির বিজ্ঞানীরা।
শুক্র গ্রহে অভিযানে মহাকাশযানের ওজন কত হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি ইসরো'র বিজ্ঞানীরা। তবে মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ভারতীয় মহাকাশযান শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে গ্রহটিকে প্রদক্ষিণ করবে। শুক্র গ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫০০ কিলোমিটার এবং সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০০০০ কিলোমিটার।