Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বহিষ্কৃত সেই ১০ নেতাকে দলে ফেরাল বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য বহিস্কার ও দল থেকে অব্যাহতি দেওয়া ১০ জন নেতাকে ফিরিয়ে এনেছে বিএনপি।

সোমবার (১২ নভেম্বর) দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী (গাজীপুর ২), সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (নওগাঁ ৬), সাবেক হুইপ শহীদুল হক জামাল (বরিশাল), আবু ইউসুফ খলিলুর রহমান (জয়পুরহাট), সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি (যশোর ১)। এ ছাড়া সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু (চাঁদপুর ২), টাঙ্গাইল জেলাধীন বাশাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবদুল মান্নান, ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর আহমেদ সিদ্দিকী দলের চেয়ারপারসন বরাবর আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর আগে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অন্য নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এস এ সুলতান টিটুকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

Bootstrap Image Preview