Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যা পর্যন্ত বিএনপির ১১৯৮টি ফরম বিক্রি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার থেকে দলটি মনোনয়ন বিতরণ শুরু করে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জানা যায়, বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১৯৮ জন।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ৬৭০, বরিশাল বিভাগে ৬৮, খুলনা বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ১১১, রংপুর বিভাগে ৪৬, কুমিল্লা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৮৮ এবং সিলেট বিভাগে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে বেলা ১১টার মিনিটকয়েক আগে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৬ ও ৭) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।

আজ সোমবার, কাল ও পরশু (১২-১৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। ফরম জমা দেওয়ার তারিখ ১৩ ও ১৪ নভেম্বর। প্রতিটি ফরমের দাম পাঁচ হাজার টাকা। জমা দেওয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা। অর্থাৎ, কেনা ও জমা মিলিয়ে প্রতিটি ফরমের দাম পড়বে ৩০ হাজার টাকা।

Bootstrap Image Preview