Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপেক্ষার প্রহর বাড়াচ্ছে 'দহন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


গেলো ঈদ-উল-আজহায় মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে গেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিয়াম-পূজা জুটির নতুন সিনেমা ‘দহন’। পরবর্তীতে গেলো ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সর্বশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ থাকলেও এদিনও মুক্তি পাচ্ছে না। তাহলে কি এভাবেই আটকে থাকবে ‘দহন’?

আগামী ৩০ নভেম্বর নতুন করে ছবিটি মুক্তির তারিখ দেয়া হয়েছে। কিন্তু বার বার মুক্তির তারিখ পেছানোর ফলে দর্শকমহলে প্রশ্ন দেখা দিয়েছে,আদৌ কি ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে ছবিটি? আপাতত আরও কিছুদিন ছবিটি মুক্তির অপেক্ষায় থাকতে হবে সিয়াম-পূজার ভক্তদের।

এর আগে ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য মহরত অনুষ্ঠানে অভিনেত্রী বাঁধনের নাম ঘোষণা দেয়া হয়। পরে বাঁধন ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন। তার জায়গায় শোনা যায় পূর্ণিমার নাম। যদিও সবশেষে আরেক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ছবিটিতে অভিনয় করেছেন।

এদিকে ‘দহন’ ছবির বিতর্কিত গান ‘হাজির বিরিয়ানি’র বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে এই চিঠি ইস্যু করেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। সেন্সরবিহীন গানের কথাটি অশ্লীল ও আপত্তিকর এই মর্মে প্রযোজনা প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে। এখানে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টসকর্মীর চরিত্রে দেখা যাবে।

Bootstrap Image Preview