ঢাকায় কর্মরত ৩০ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে বিএনপির নেতারা এ ব্রিফ করেন। তবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে বিএনপির নেতারা কথা বলেননি। কূটনীতিকদের পক্ষ থেকেও কোনো ব্রিফ করা হয়নি।
তুরস্ক, নরওয়ে, অস্টেলিয়া, স্পেন, জাপান, চীন, ইইউ, মরক্কো, সওইডেন, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড, জার্মানি, ইন্দোনেশিয়া, ইউএনডিপি, ভিয়েতনাম, পাকিস্তানসহ অন্তত ৩০টি দেশ ও সংস্থার কূটনীতিক বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠকে অংশ নিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মীর হেলাল, জেবা খান, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল রবিবার বিএনপি, তাদের ২০ দলীয় জোট এবং নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়।