Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে মাটি খুঁড়ে মিললো মুক্তিযুদ্ধের সময়কার গ্রেনেড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০২:২২ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


রাজশাহীর পুঠিয়ায় মাটি খুঁড়ে মুক্তিযুদ্ধকালীন দুটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেট পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার শিলমাড়িয়া-মোল্লাপাড়া খোকসা গ্রামের মুক্তিযোদ্ধা আবু ফাত্তার বাড়ি থেকে ওই গ্রেনেট দুটি উদ্ধার করেছে পুলিশ।

পুঠিয়া থানার (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অকেজো হ্যান্ড গ্রেনেট উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেট দুটি মুক্তিযুদ্ধকালীন কেউ মাটির নিচে পুঁতেছিল রেখেছিল।

বাড়ির মালিক আবু ফাত্তার বলেন, যুদ্ধের কয়েক বছর পর এ বাড়ির জায়গাটি মুক্তিযোদ্ধা নরেন চন্দ্র সরকার আমার কাছে বিক্রি করেছেন। তখন থেকে আমরা এখানে বসবাস করছি।

সোমবার সন্ধ্যায় শ্রমিকরা মাটি খোঁড়াখুঁড়ির সময় গ্রেনেড দুটি বেরিয়ে আসে। তাৎক্ষণিক আমরা থানায় খবর দিই।

Bootstrap Image Preview