Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকায় থাকা যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফ্রিকার জিবুতিতে গোপন মার্কিন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে ওয়াশিংটন। স্যাটেলাইট ইমেজে গুগল আর্থের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে এই খবর ফাঁস করেছে দ্য ইন্টারসেপ্ট। 

তাদের দাবি, পেন্টাগন ও গুগল আর্থের তথ্য বলছে, জিবুতির চাবেলি বিমানঘাঁটিকে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির আখড়ায় পরিণত করা হয়েছে। রাজধানী জিবুতি সিটি থেকে ছয় কিলোমিটার দূরে এই বিমানঘাঁটিকে একটি জনমানব বিচ্ছিন্ন স্থানে পরিণত করা হয়েছে। কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহুসংখ্যক হ্যাঙার তৈরি করা হয়েছে।

এছাড়া রয়েছে স্যাটেইলাটের ডিশ এবং বহুসংখ্যক পাইলটবিহীন ড্রোনেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পেন্টাগনের গত জুন মাসের এক নথিতে দেখা যায়-মার্কিন প্রতিনিধি পরিষদের কাছে দেশটির সামরিক কর্মকর্তারা ৭৬ লাখ ডলার চেয়েছেন ওই বিমানঘাঁটির বাউন্ডারি নির্মাণের জন্য। অথচ মার্কিন কর্মকর্তারা চাবেলি বিমানঘাঁটি নিয়ে এতদিন একেবারেই মুখ খোলেননি প্রকাশ্যে।

Bootstrap Image Preview