তৃতীয় দিনের মতো চলছে বিএনপির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি। গত দুই দিনে তিন হাজারের বেশি ফরম বিক্রি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সকাল ১০টায় ফরম বিক্রির কথা থাকলেও এর আগেই ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য নেতাকর্মীরা ভিড় করেন।
সকালে কার্যালয়ে নেতাকর্মীর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম দিন ১ হাজার ৩২৬টি ও দ্বিতীয় দিনে ১ হাজার ৮৯৬টি ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম নেয়া ও জমা দেয়ার কার্যক্রম চলবে।