Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সরকার: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:১৫ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি হামলার তীব্র নিন্দা করে ফখরুল বলেন, এর মাধ্যমে সরকার ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলাবাহিনী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

‌‘এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।’

Bootstrap Image Preview