Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের সামনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক মাসুম হেলালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমেদ বখত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, সদস্য কুলেন্দু শেখর দাস, সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী, হাবিব সরোয়ার আজাদ, ঝুনু চৌধুরী, বুরহান উদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র, ফরিদ মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সুনামগঞ্জ ডাক এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ পৌর ডিগ্রি কলেজের কাজে ঢাকায় অবস্থান কালে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে একটি সাজানো রাজনৈতিক মামলায় তাকে আসামি করে কারাগারে প্রেরণ করে।

এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।  

Bootstrap Image Preview